রোনা ভাইরাস প্রতিরোধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা ভারত জুড়ে জনতার কারফিউ জারি করেছেন। আজ (২২ মার্চ) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
বাংলাবান্ধা স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক এ্যাসোশিয়েশনের সভাপতি মেহেদী হাসান বাবলা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা ভাইরাস প্রতিরোধে ভারতের প্রধানমন্ত্রী জনতার কারফিউ জারি করায় আজ সকাল থেকে এই বন্দর দিয়ে দুই-দেশের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল সোমবার দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে বলেও জানান তিনি।
এদিকে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশ পরিদর্শক মোকছেদ আলী জানান, ভারতে জনতার কারফিউ চলায় বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে আটকে পড়া যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন