প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মা ইলিশের প্রজনন নিরাপদ রাখার লক্ষ্যে আগামী ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময়ে পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের যমুনা নদীর মেহেরনগর পয়েন্টে অবৈধভাবে মা ইলিশ আহরণ করায় শাহালম নামের ১ জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শাহালম চৌহালী উপজেলার স্থল গ্রামের আব্দুল খালেকের ছেলে।
শুক্রবার (৮ অক্টোবর) দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এক জেলেকে ১৫ দিন কারাদন্ড দিয়েছেন। এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এদিকে চৌহালী উপজেলায় পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন