আজ ১৮ আগস্ট বুধবার চট্টগ্রাম মেট্রপলিটন পুলিশের আকবর শাহ থানা থেকে পাঠানো একটি বিবৃতি বিডিটাইপ পাঠকদের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলোঃ
গত ১৭/০৮/২০২১ইং তারিখ রাত অনুমান ১০:০০ ঘটিকার সময় চোর সন্দেহে মোঃ মাসুদ রানা’কে উত্তর কাট্টলী কমিউনিটি সেন্টার মোড় হতে আটক হয়। তাকে জিজ্ঞাসাবাদ পূর্বক এবং ইতিপূর্বের সিসি ফুটেজ পর্যালোচনায় দেখা যায় গত ১১/০৮/২০২১ইং তারিখ রাত ১০:২০ ঘটিকা হতে ১১:৩৫ ঘটিকার মধ্যবর্তী সময়ে আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনী আবাসিক এলাকার বি-ব্লকস্থ প্লট নং-১৯১ বাড়ীর নীচ তলার পার্কিং হতে জনাব রবিউল হোসেন(২৯) এর বাই সাইকেলটি মোঃ মাসুদ রানা(২৫) চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে আকবরশাহ থানার মামলা নং-১০, তারিখ-১৮/০৮/২০২১খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়।
পরবর্তীতে এসআই(নিঃ)/সুফল কুমারের নেতৃত্বে আকবরশাহ থানা টিম মোঃ মাসুদ রানা(২৫)' কে চোরাই বাইসাইকেল সংক্রান্তে জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তি মতে আকবরশাহ্ থানাধীন ৩নং রেল গেইট সংলগ্ন সিগনাল কলোনী এর বিপরীত পাশে মোঃ মোস্তফা গ্রিল ওয়ার্কশপ দোকানের ভিতর অভিযান পরিচালনা করে মোঃ মোস্তফা(২৯) কে আটক করা হয়। মোঃ মোস্তফা(২৯) এর দেখানো ও সনাক্তমতে উল্লেখিত মামলার চোরাই উদ্ধার বাই সাইকেল সহ আরো ক) ০১(এক)টি বাই সাইকেল, যাহার গায়ে ইংরেজীতে ÒVELOCE” লিখা আছে, খ) ০১(এক)টি বাই সাইকেল, যাহার গায়ে ইরেজীতে ÒFLYING PIGEON” লিখা আছে, গ) বাই সাইকেলের ০৩(তিন)টি ভাঙ্গা লতা তালা, যাহার মধ্যে ০২টি কালো রংয়ের ও ০১টি লাল রংয়ের প্রাপ্ত হয়ে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে মোঃ মাসুদ রানা স্বীকার করে যে, বিভিন্ন থানা এলাকা হতে বাই সাইকেল চুরি করে মোঃ মোস্তফা এর নিকট বিক্রয় করে এবং মোঃ মোস্তফা স্বীকার করে যে, মোঃ মাসুদ রানা এর নিকট হতে চোরাই বাই-সাইকেল ক্রয় করে তাহা বিভিন্ন গ্রাহকের নিকট বিক্রয় করে থাকে।
গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাব দীর্ঘদিন যাবত চট্টগ্রাম শহরের বিভিন্ন থানা এলাকায় বাই সাইকেল চুরি করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে অভ্যসগতভাবে চোরাই মালামাল ক্রয়-বিক্রয় করে আসছে। এ সংক্রান্তেগ্রেফতারকৃতদের বিরুদ্ধে আকবরশাহ থানার মামলা নং-১১, তাং-১৮/০৮/২০২১খ্রিঃ ধারা-৪১৩ পেনাল কোড রুজু করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন