আমতলীতে ২৫টি ব্যাটারীচালিত অটোরিক্সা আটক

আমতলীতে ২৫টি ব্যাটারীচালিত অটোরিক্সা আটক

মহামারী করোনা ভাইরাস সংক্রামণ বিস্তার ঠেকাতে আমতলী থানা পুলিশ মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে ২৫টি ব্যাটারীচালিত অটোরিক্সা আটক করেছে।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদারের নেতৃত্বে লকডাউনের ষষ্ঠদিন (মঙ্গলবার ) এ রিক্সাগুলো আটক করা হয়। একই সাথে সড়কের বিভিন্ন স্ট্যান্ডে মাস্ক বিতরন করা হয়। 

বাংলাদেশ সরকার লকডাউন চলাকালিন সময়ে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে সকল ধরনের পরিবহন চলাচল নিষিদ্ধ করা হয়। সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমতলী-কলাপাড়া, আমতলী-পটুয়াখালী মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে যাত্রী বোঝাই করে ব্যাটারী চালিত অটোরিক্সা চলাচল করছে। মঙ্গলবার দুপুরে আমতলীর    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদারের নেতৃত্বে পুলিশ মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে ২৫টি ব্যাটারীচালিত অটোরিক্সা আটক করেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম হাওলাদার বলেন, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে ২৫টি ব্যাটারীচালিত অটোরিক্সা আটক করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password