আমতলীতে লকডাউনের ৯ম দিনে ১৯ জনকে জরিমানা

আমতলীতে লকডাউনের ৯ম দিনে ১৯ জনকে জরিমানা

বরগুনার আমতলীতে কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ কার্যকর করতে উপজেলা ব্যাপী কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার (৯ জুলাই) লকডাউনের ৯ম দিনে সকাল থেকেই উপজেলার সর্বত্র জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

আমতলী সদর , চৌরাস্তা মোড়, একে স্কুল ও কুকুয়া ইউনিয়ন, মহিষকাটা বাজার, গাজীপুর বাজারে দোকানপাট খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মেনে সরকারি বিধি নিষেধ উপেক্ষা করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৯ ব্যক্তিকে মোট ৮,৪০০ টাকা অর্থদন্ড করা হয়েছে।

এ প্রসঙ্গে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম মুঠোফোনে বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত বিধি নিষেধ নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসন, নৌবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার এবং জনপ্রতিনিধিবৃন্দ একযোগে মাঠে কাজ করছেন।আজ মোবাইল কোর্ট এর মাধ্যমে অকারণে অটো রিকশা বের হওয়ার প্রবণতা দেখা গেছে, মাস্ক বিতরণ করা হয় এবং সচেতনতামুলক বক্তব্যে প্রদান করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password