বরগুনা জেলার আমতলী উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে তৃতীয় পর্যায়ে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধের ৩য় দিনে রবিবার আমতলী উপজেলার পৌরশহর ও উপজেলার সকল ইউনিয়নে কঠোর ভাবে লকডাউন পালন হচ্ছে।
রবিবার (২৫ জুলাই) সকাল থেকে উপজেলা নিবার্হী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আমতলী চৌরাস্তা, সাহেব বাড়ি বাজার,আমড়াগাছিয়া বাজার, ডাক্তার বাড়ি মোড়, মহিষকাটা বাজার সহ বিভিন্ন যায়গায় লকডাউন কার্যকর করার লক্ষে উপজেলা প্রশাসন ব্যপক তৎপরতা চালিয়েছে। পৌর-শহরের সকল দোকান পাট বন্ধ এবং সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষে পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করেছেন। পরে উপজেলা প্রশাসন বিভিন্ন টিমের মাধ্যমে গ্রমীন হাট-বাজারে জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষকে ঘরে থাকার জন্য হ্যান্ড মাইকে প্রচার-প্রচারণা অভিযান চালায়। উপজেলা শহরের কয়েকটি প্রবেশমুখে দেয়া হয়েছে ব্যারিকেড। রিক্সা, ভ্যান, ইঞ্জিন চালিত সকল পরিবহণ, ইজিবাইক ও থ্রি-হুইলার চলাচলে বাঁধা প্রদান করে। কঠোর বিধি নিষেধ কার্যকর করতে উপজেলায় নিবার্হী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মাঠে রয়েছে সেনা, বিজিবি, র্যাব, পুলিশ, সদস্যসহ গণমাধ্যম কর্মীরা সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য প্রশাসনের সাথে দায়িত্ব পালন করেন।
সকাল থেকে বিকাল পর্যন্ত ১৫ ব্যক্তিকে ৮ হাজার চারশত টাকা জরিমানা করেছে উপজেলা নিবার্হী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি)।
উপজেলা নিবার্হী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নাজমুল ইসলাম বলেন, প্রথম দিনে কঠোর লকডাউন এর বিষয়ে অধিকাংশ মানুষই অবগত নন। সুতরাং জরুরিভিত্তিতে সকল ইউনিয়ন ও পৌরসভায় মাইকিং করা প্রয়োজন মর্মে প্রতীয়মান হয়েছে। বাজার গুলোতে সন্ধ্যার পরে চা ও মুদি দোকান খোলা রাখার প্রবণতা রয়েছে। সামনের দিনগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। লকডাউন এর শুরুতেই ত্রাণের ব্যবস্হা করা গেলে দিন আনে দিন খাওয়া মানুষদের ঘরে রাখা সহজতর হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন