যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বাগেরহাটে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল সাত টায় বাগেরহাট জেলা আওয়ামীলীগ অফিস চত্বরে বাগেরহাট জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
এদিকে সকাল ৯টা৩০ মিনিটে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধু মূ্র্যালে জেলা প্রশাসকের পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এর পর পর্যায়ক্রমে বাগেরহাট জেলা পুলিশ,স্বাস্হ্য বিভাগ বাগেরহাট,সদর উপজেলা পরিষদ বাগেরহাট,বাগেরহাট প্রেসক্লাব,বাগেরহাট ফাউন্ডেশন,বাগেরহাট জেলা আইনজীবী সমিতি, প্রাণের বাগেরহাট সহ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান বঙ্গবন্ধু মূর্যালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
জেলার সকল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়,এদিকে জেলার বিভিন্ন সংগঠন দোয়া মাহফিল,আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরন করে। জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন এতিমখানা, জেলা কারাগার ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
দিনটি উপলক্ষে জুম প্লাটফরমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনের আয়োজন করে জেলা প্রশাসন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন