সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রেমিকা বিয়েতে রাজি না হওয়ায় বিষপান করে আত্মহত্যা করেছেন জিল্লুর রহমান (২২) নামে এক যুবক। তিনি উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চন্দ্রগ্রাম গ্রামের মো. আনজব আলীর ছেলে।
রোববার ৮ আগস্ট বিকেল ৩ টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তিনি মারা যান।
গত বুধবার ৪ আগস্ট সন্ধ্যায় নিজগৃহে বিষপান করলে তৎক্ষনাত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়েছিলেন পরিবারের সদস্যরা।
নিহত জিল্লুর রহমানের বড় ভাই মো. মুহিবুর রহমান জানান সিলেট ও চট্রগ্রাম পুলিশ লাইনসহ বিভিন্ন জায়গায় টেইলারিং (দর্জির) কাজ করতো নিহত জিল্লুর। প্রায় পাঁচ মাস পূর্বে চট্রগ্রাম পুলিশ লাইনে টেইলারিং (দর্জির) কাজে থাকাবস্হায় মোবাইল ফোনে ঢাকার একটি মেয়ের সাথে পরিচয় হয় জিল্লুরের।
পরিচয় থেকে তারা উভয়েই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু সম্পর্কের এক পর্যায়ে মেয়েটা তাকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করে। এবং এতে রাগে ও ক্ষোভে প্রচন্ড জেদি জিল্লুর গত ৪ আগস্ট বুধবার পরিবারের সকলের অগোচরে বিষ পান করে। আশংকাজনক অবস্হায় ওই দিন ই আমরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করি। পরে চিকিৎসাধীন থাকা অবস্হায় রবিবার বিকালে সে মৃত্যুবরণ করে।
স্হানীয় ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য বখতিয়ার আহমদ মেম্বার ভাষ্য শুনেছি জিল্লুর প্রেম সংক্রান্ত কারনে বিষপান করে আত্মহত্যা করেছে।
অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, জিল্লুর প্রেম ঘটিত বিষয় নিয়ে বিষপান করে মৃত্যুবরণ করে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান জানিয়েছেন এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন