৫ম ধাপের নির্বাচনে ঝিনাইদহের হরিনাকুন্ডুতে নৌকার ভরাডুবি

৫ম ধাপের নির্বাচনে ঝিনাইদহের হরিনাকুন্ডুতে নৌকার  ভরাডুবি

 ৫ম ধাপের নির্বাচনে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় নৌকার ভরাডুবি ঘটেছে। ৫ এ জানুয়ারি বুধবারে অনুষ্ঠিত পঞ্চম ধাপের নির্বাচনে নৌকার ডাকসাইটে প্রার্থীদের হারিয়ে স্বতন্ত্র ৬ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকী দুইটি ইউনিয়নে নৌকার প্রার্থী জয়ী হয়েছেন। নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, চাঁদপুর ইউনিয়নে কামাল হোসেন, রঘুনাথপুর ইউনিয়নে বশির উদ্দীন, ফলসি ইউনিয়নে এড বজলুর রহমান, কাপাশহাটিয়া ইউনিয়নে শরাফুমৌলা ঝন্টু, দৌলতপুর ইউনিয়নে আবুল কালাম আজাদ ও তাহেরহুদা ইউনিয়নে মঞ্জুর রাশেদ বেসরকারী ফলাফলে জয়ী হয়েছেন। অন্যদিকে জোড়াদহ ইউনিয়নে জাহিদুল ইসলাম বাবু ও ভায়না ইউনিয়নে নাজমুল হুদা তুষার নৌকা প্রতিক নিয়ে বিজয় লাভ করেছেন। হরিণাকুন্ডু উপজেলার ৮টি ইউনিয়নে কেন্দ্রে ছিল ৮২টি। সেখানে চেয়ারম্যানের ৮টি পদে প্রতিদ্বন্দিতা করেন ৩৭ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৫ জন ও সাধারণ সদস্য পদে ২৬৩ জন প্রতিদ্বন্দিতা করছেন। ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৪১০। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ২১১ ও মহিলা ভোটার ৬৯ হাজার ১৯৯।

মন্তব্যসমূহ (০)


Lost Password