গাজীপুরে নষ্ট পিসিআর মেশিন, হয়না করোনা পরীক্ষা

গাজীপুরে নষ্ট পিসিআর মেশিন, হয়না করোনা পরীক্ষা

গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের একমাত্র করোনা পরীক্ষার পিসিআর মেশিন নষ্ট হয়ে পড়ে আছে বিগত আট (৮) দিন ধরে। ফলে এই মেডিকেল কলেজের পিসিআর মেশিনে প্রাণঘাতি ভাইরাস করোনা শনাক্তকরণ পরীক্ষা আপাতত বন্ধ রয়েছে।

এদিকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নতুন একটি পিসিআর মেশিন চেয়ে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তর বরাবর চিঠি  দিয়েছে। তবে আগামী আগষ্ট মাসের আগে নতুন একটি পিসিআর মেশিন পুণ:স্থাপন করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু করোনা পরীক্ষার বিকল্প ব্যবস্থা হিসেবে গাজীপুরের মানুষের সংগ্রাহিত নমুনা পাঠানো হচ্ছে-গাজীপুর মহানগরীর কাশিমপুরের তেতুঁইবাড়িতে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব (কেপিজে) বিশেষায়িত হাসপাতালে ও রাজধানী ঢাকার মহাখালীতে অবস্থিত জনস্বাস্থ্য প্রতিষ্ঠানে।

এদিকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের বলেন,একটি পিসিআর মেশিনের মোট তিনটি অংশ থাকে। এরই মধ্যে কয়েকদিন ধরেই পিসিআর মেশিনের বায়োসেপ্টিক কেবিনেটে ল্যামিনার ফ্লু যন্ত্রটিতে সমস্যা দেখা দেয়। এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে জানানো হলে একটি বিশেষজ্ঞ দল গত ২৭ জুন ল্যাব পরিদর্শন করে হাসপাতালে এসে মেশিনের বায়োসেপ্টিক কেবিনেট পরিবর্তনের পরামর্শ দেয়। কিন্তু পরের দিন নমুনা পরীক্ষার কাজ চলাকালে মেশিনটি পরোপুরি নষ্ট হয়ে যায়। বর্র্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে কোন বায়োসেপ্টিক কেবিনেটর নেই। তবে আমদানি করা মেশিন দেশে আসার পথে জাহাজে আছে। আর সে কারণেই আগামী আগষ্ট মাসের আগে মেশিন চালুর সম্ভাবনা নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। 

তিনি আরো বলেন,পিসিআর ল্যাবে বিভিন্ন শিফটে ৬ জন চিকিৎসক, ৭ জন টেকনিশিয়ান এবং ৭ জন কর্মচারী কাজ করেন। তবে ল্যাবটিতে একদিনে ১৮৮টি নমুনা পরীক্ষা করা যায়। এদিকে ল্যাবে কাজ করার সময় ডাক্তার-টেকনিশিয়ান ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা যাতে করে সংক্রমিত না হয়ে পড়েতা রোধে কাজ করে বায়োসেপ্টিক কেবিনেট। আগষ্টে আরো একটি নতুন পিসিআর মেশিন যুক্ত হলে আমাদের দুটি পিসিআর মেশিনে গাজীপুরে প্রতিদিন ৩৭০ জন রোগীর নমুনা পরীক্ষা সম্ভব হবে।

এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ খায়রুজ্জামান বলেন, গাজীপুরে প্রতিদিন গড়ে ৪৫০টির মতো নমুনা পরীক্ষা হয়। শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিন নষ্ট হওয়ায়, মহানগরীর কাশিমপুরের তেতুঁইবাড়িতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব (কেপিজে) বিশষায়িত হাসপাতালের ল্যাবে ও ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password