ভারতের মধ্যপ্রদেশে আলান নদীতে কয়লা বোঝাই ট্রেনের ১৬টি বগি লাইনচ্যুত।
এ ঘটনায় কেউ হতাহত হয় নি। ভারতের ছত্তিসগড় রাজ্যের কোবরা থেকে কয়লা বোঝাই ট্রেন মধ্যপ্রদেশ এর অনুপ্পুরে উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু আলান নদীর উপর যে রেলওয়ে ব্রিজ আছে তার মধ্যে রেলওয়ে লাইন এ ফাটল ছিল তা দেখতে পাওয়া যায়নি। যার ফলে ট্রেনের পাইলট তা দেখতে পায়নি।ফলে আলান নদীর উপর দিয়ে ট্রেন টি যাবার সময় রেলওয়ে লাইন ও ব্রিজ ভেঙে নদীতে কয়লা বোঝাই ট্রেন পড়ে যায়।
যদিও এই দুর্ঘটনায় কেউ হতাহত হয় নি। খবর পেয়ে এই দুর্ঘটনার খবর নেয় ভারতের নতুন রেলওয়ে দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি রেলওয়ে দপ্তর কর্মকর্তাদের ঘটনার স্থলে ছুটে যাওয়ার নির্দেশ দেন। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন রেলওয়ে দপ্তরের কর্মকর্তারা। কি কারণে এমনটা হল তা খেতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিলেন ভারতের নতুন রেলওয়ে দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।উদ্ধার কাজ পুরোদমে চলেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন