মহেশখালীতে রডের আঘাতে এক ছাত্র আহত

মহেশখালীতে রডের আঘাতে এক ছাত্র আহত

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামে শ্রাবণ বড়ুয়া নামক এক ছাত্রকে লোহার রড দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। ১৪ই জুলাই (বৃহস্পতিবার) উত্তর নলবিলা বড়ুয়া পাড়ায় শ্রাবণ বড়ুয়া নামের এক ছাত্রকে প্রার্থনা শেষে বের হওয়ার সময় স্থানীয় দর্পণ বড়ুয়ার নেতৃত্বে একদল হামলাকারী মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়।

জানা যায়, শ্রাবণ বড়ুয়া উত্তরনলবিলা কেন্দ্রীয় সৈকত বৌদ্ধ বিহারে আষাঢ়ী পূ্র্ণিমা উপলক্ষে প্রার্থনার উদ্দেশ্য বিহারে গেলে, বখাটে একরোখা দূর্ধষ দর্পণ বড়ুয়া পূর্ব শত্রুতার জের ধরে শ্রাবণ বড়ুয়াকে লোহার রড় দিয়ে পরপর তিনটি আঘাত করে। মূহুর্তে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং মস্তিষ্কে থেকে নাক,মুখ,কর্ণ দিয়ে রক্ত ক্ষরণ হয়। তাৎক্ষণিক বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার তার উন্নত চিকিৎসার জন্য রেফার করে।

বর্তামান তাকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করা হয়। ওখান থেকে নিউরোলজিক্যাল ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হচ্ছে অবস্থা সংকটাপন্ন হওয়া। আহত শ্রাবণ বড়ুয়া আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের শেষ বর্ষের ছাত্র। এজাহার সূত্রে জানা যায়, ১৪ই জুলাই সকাল ৮ঃ৩০ মিনিটে শ্রাবণ বড়ুয়া আষাঢ়ী পূর্নিমা উপলক্ষে প্রার্থনা করার জন্য কেন্দ্রীয় সৈকত বৌদ্ধ বিহারে যায়।

আসামি দর্পন বড়ুয়া(২৬), সন্তোষ বড়ুয়া(৪৫) ও মিতা বড়ুয়া(৩৭) একযুগে কেন্দ্রীয় সৈকত বৌদ্ধ বিহারের উঠানে শ্রাবণ বড়ুয়াকে একা পেয় উক্ত হামলা চালায়। আসামীরা লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ি, বাঁশের লাঠিসহ মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত করে বেআইনিভাবে দলবদ্ব হয়ে সৈকত বৌদ্ধ বিহারের ভিতরে প্রবেশ করে শ্রাবণকে মারাত্বক জখম কর।

পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বদরখালী হাসপাতালে ভর্তি করে। উক্ত সংঘটিত ঘটনা সৈকত বৌদ্ধ বিহারের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ রয়েছে। মহেশখালী থানার ওসি বলেন, থানায় এজাহার হয়েছে। সংশ্লিষ্ট যারা জড়িত আছে তাদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password