নকলায় জেলা প্রশাসক কর্তৃক উরফা ইউনিয়নের নদী ভাঙন পরিদর্শন

নকলায় জেলা প্রশাসক কর্তৃক উরফা ইউনিয়নের নদী ভাঙন পরিদর্শন

শেরপুরের নকলায় টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রবল স্রোতের কারণে পিছলাকুড়ী-তারাকান্দা পাকা সড়কটি নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে এ খবর পেয়ে ২ জুলাই শুক্রবার বিকালে ওই ক্ষতিগ্রস্ত রাস্তাটি পরিদর্শনে যান শেরপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক মোমিনুর রশীদ।

এসময় অন্যান্যদের মধ্যে নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা প্রকৌশলী আরেফীন পারভেজ, উরফা ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরা,নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন বাবু,সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, সদস্য মোফাজ্জল হোসেন ও রাইসুল ইসলাম রিফাতসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সরেজমিনে গিয়ে জানা গেছে, পাকা সড়ক থেকে ৫০০ থেকে ৬০০ গজ পূর্ব দিকে নদী ছিল কিন্তু রাস্তার পাশ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে গত বছর রাস্তা সংলগ্ন জমি ভাঙ্গন শুরু হয়। শুকনো মৌসুমে সেখানে কিছু বালু ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা করা হলেও এবার বর্ষার শুরুতেই নদীর স্রোতে রাস্তা ভেঙ্গে নিয়ে গেছে, আর সামান্য ভাঙ্গন হলেই স্থানীয় নিজাম উদ্দিনের বাড়িসহ আরো কয়েকটি বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এমতাবস্থায় সড়কটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে এ বিষয়ে জেলা প্রশাসক মোমিনুর রশীদ বলেন, আমি ক্ষতিগ্রস্থ সড়কটি পরিদর্শন করেছি এবং সংস্কারের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password