পীরগঞ্জে বৃদ্ধ পিতা মাতা কে মারধর

পীরগঞ্জে বৃদ্ধ পিতা মাতা কে মারধর

ঠাকুরগাঁও পীরগঞ্জ ৭নং হাজীপুর ইউনিয়নে দেহানাগড় ডাঙ্গীপাড়া গ্রামে ৯০ বছর বয়সী পিতা ও ৭০ বয়সী  বৃদ্ধ মাকে  মারপিট করেছে বড় ছেলে কফিলউদ্দিন, নাতি মানিক ও  মুক্তার। এমন  ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার  সকাল দশটার দিকে পীরগঞ্জ দেহানাগড় ডাঙ্গীপাড়া গ্রামে। জানা যায় 

 সরকারি পর্তন নেওয়া জমিজমার বিরোধিতার জের ধরে মারপিট করেছে,এমন অভিযোগ মেজো ছেলে  রাশেদুল বলেন আমার মা ও বাবাকে সামান্য জমিজমা নিয়ে আপন বড় সন্তান তার পরিবার নিয়ে এই ভাবে মারধোর করতে পারে। আমার বৃদ্ধ পিতা-মাতা তাদের হাতে মার খেয়ে  হাসপাতালের বেডে কাতরাচ্ছে।  এমন দৃশ্য যেন আর কোনো ছেলেকে না দেখতে হয়। আমি প্রশাসনের কাছে এর বিচার চাচ্ছি, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। 

এই বিষয়ে চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান ,বাবা ছেলের খাস জমি বন্দোবস্ত নিয়ে ঝামেলা ছিলো। আমি দুই পক্ষকে নিয়ে বসার  সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু করোনার জন্য বসা হয়নি।

তার আগে এমন ঘটনা ঘটাবে কে জানে। তবে বৃদ্ধ পিতা মাতকে মারপিট করা ঠিক হয়নি। 

উক্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঠোফোনে ফোন দেওয়া হলে রিসিভ হয়নি। 

পীরগঞ্জ অভিযোগ বিষয়ে থানায় মুঠোফোনে যোগাযোগ করা হলে  ফোন রিসিভ হলেও ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করতে বলেন ,তবে অভিযোগ হয়েছে কিনা জানা যায়নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password