সাভারে অস্ত্র ও গুলিসহ রাকিব হোসেন নামের (৩১) এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকা থেকে তাকে অস্ত্র ও গুলিসহ আটক করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি ও নতুনপাড়া এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অস্ত্র উচিয়ে এলাকার মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে মহড়া দেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন কোম্পানীর দেহরক্ষী সন্ত্রাসী রাকিব হোসেন ও বুলবুল। পরে এলাকাবাসী সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসী রাকিব হোসেনকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক করলেও বুলবুল নামের আরেকজন দৌড়ে পালিয়ে যায়। এলাকাবাসীর দাবি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা মানুষকে ভয়ভীতি দেখিয়ে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য এই মহড়া দিচ্ছিলো।
এবিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির এস আই জাহিদ খাঁন বলেন, এঘটনায় ওই সন্ত্রাসীর নামে সাভার মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন