শেরপুরের জেলা প্রশাসক কর্তৃক প্লাবিত অঞ্চল পরিদর্শন

শেরপুরের জেলা প্রশাসক কর্তৃক প্লাবিত অঞ্চল পরিদর্শন

শেরপুরের নালিতাবাড়ীতে টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে প্লাবিত অঞ্চল পরিদর্শন করেছেন শেরপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক মোমিনুর রশীদ।

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদের পাঁচটি অংশে বাঁধ ভেঙে প্রায় ১ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এতে মানুষ দুর্ভোগে দিন কাটাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, শহর রক্ষা বাঁধ ভেঙে যেসব এলাকা প্লাবিত হয়েছিলো, সেখান থেকে পানি অনেকটা নেমে গেলেও দূর্ভোগ কমেনি মানুষদের। বিশেষ করে পৌর শহরের গড়কান্দা, শিমূলতলা (নতুন বাসস্ট্যান্ড), নিচপাড়া সহ উপজেলার ৫ টি ইউনিয়নের ২২ গ্রামের মানুষের ভোগান্তি চরমে। পাহাড়ী ঢলে প্লাবিত হওয়া পানিতে ভেসে গেছে অনেকের ঘর-বাড়ি। অনেক অসহায় মানুষই গবাদি পশু সহ আশ্রয় নিয়েছেন পাশ্ববর্তী উঁচু স্থানে এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

পাহাড়ী ঢলে ভুক্তভোগী খোদেজা বেগম বলেন, হঠাৎ কইরা মঙ্গলবার রাইত থাইক্কা নদীর পানি বাড়তে শুরু করে। নদীর পানিতে আমার ঘর ভাইসা গেছে। স্বামী সন্তান,গরু,ছাগল নিয়া পাশের প্রাইমারী স্কুলে আশ্রয় নিছি। আমার মতো এমুন অনেক মানুষ বিপদে আছে। তাই সরকারের কাছে একটাই আবেদন, দ্রুত যেনো এই বাঁধ নির্মাণ করা হয়।

এদিকে বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুরে, প্লাবিত অঞ্চল পরিদর্শন করেছেন শেরপুর জেলা প্রশাসক মোমিনুর রশীদ। তিনি বলেন, প্লাবিত অঞ্চলের মানুষের দূরবস্থা আমি দেখে গেলাম। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলবো এবং কীভাবে দ্রুত এই বাঁধ নির্মাণ করা যায় সেই ব্যাপারে ব্যবস্থা নিবো।

উল্লেখ্য,এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হেলেনা পারভীন ৫০ টি অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার হিসেবে চিড়া, মুড়ি ও গুড় বিতরণ করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password