সারাদেশ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ অস্বাভাবিক হারে বেড়ে চলছে। শেরপুর জেলায় চলতি বছরের জুন মাসের শেষে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩২ জনে।
শেরপুরে প্রথম করোনা আক্রান্তের রোগী শনাক্ত হয় ২০২০ সালের এপ্রিল মাসের ৫ তারিখে। ওই মাসে মোট আক্রান্ত সংখ্যা ছিলো ১৪ জন। তা বেড়ে ২০২১ সালের জুন মাসে আক্রান্ত সনাক্ত হয় ৬৩০ জন। ফলে শেরপুর জেলায় গত ১৪ মাসের ব্যবধানে মাসিক হারে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫ গুণ বেড়েছে।
তথ্য মতে, গত বছরের এপ্রিল মাসে জেলায় করোনা রোগী সনাক্ত হয়েছিলো ১৪ জন, তা পর্যায়ক্রমে বেড়ে মে মাসে ৩১ জন, জুন মাসে ৫৭ জন, জুলাই মাসে কিছু কমে আক্রান্ত হয় ৪৩ জন, আগস্টে আবার বেড়ে আক্রান্ত হয় ৭১ জন। পরে আবার আক্রান্ত সংখ্যা কমে সেপ্টেম্বরে ১৩ জন, অক্টোবরে ১৬ জন, নভেম্বর মাসে ৮ জন, ডিসেম্বর মাসে আবার বেড়ে দাঁড়ায় ২৫ জনে।
২০২১ সালের জানুয়ারিতে পুনরায় কমে আক্রান্ত সংখ্যা হয় ১১ জন ও ফেব্রুয়ারীতে ৪ জন। কিন্তু মার্চ মাস থেকে আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে ধারাবাহিক ভাবে বাড়তে থাকে। মার্চে আক্রান্ত হয় ১৪ জন, এপ্রিলে ৫০ জন, মে মাসে ৪৫ জন ও জুন মাসে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা রেকর্ড হয় ৬৩০ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৩০ জন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন