শেরপুরে দ্বিতীয় দিনেও লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে প্রশাসন

শেরপুরে দ্বিতীয় দিনেও লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে প্রশাসন

শেরপুরের সরকারের সাতদিনের সর্বাত্মক লকডাউন কর্মসূচীর দ্বিতীয় দিন ভালোভাবেই পালন হয়।

এরই ধারাবাহিকতায় করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও সড়কে প্রশাসনের কঠোর অবস্থান লক্ষ্য করা যায়। জেলায় ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত সঙ্গে রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

শুক্রবার (০২ জুলাই) সকাল থেকে শেরপুরে হোটেল-রেস্তোরাঁ, নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান ছাড়া শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। উল্লেখ্য, আগের দিন প্রশাসনের কড়া অবস্থানের কারণে অনেকেই আজ ঘর থেকে বের হননি। যারা যুক্তিসঙ্গত কারণ ছাড়া বের হয়েছেন তাদের জরিমানার মুখে পড়তে হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার বিকাল ৪ টা পর্যন্ত জেলায় ৪৫টি মামলায় ২৮ হাজার ৮৮০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে সদরে ১০টি মামলায় ১৭ হাজার ২৮০ টাকা, নকলায় ৮টি মামলায় ২ হাজার ৫৫০ টাকা, নালিতাবাড়ীতে ১৪টি মামলায় ৪ হাজার ৯৫০ টাকা, শ্রীবরদীতে ৯টি মামলায় ৩ হাজার ৬০০ টাকা, ঝিনাইগাতীতে ৪টি মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন।

জেলা প্রশাসক মোমিনুর রশীদ বলেন, প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণরোধে সচেতনতাই একমাত্র উপায় তাইতো জনসাধারণকে সরকারি বিধিনিষেধ মানাতে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনও করা হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password