সুনামগঞ্জে বঙ্গবন্ধুর জীবন আদর্শ বিষয়ক আলোচনা সভা ও শর্টফিল্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
২৫ অগাষ্ট বুধবার বিকেলে সাজ্জাদুর রহমান লিটনের উপস্থাপনায় "বাঁধন-সুনামগঞ্জ" এর ব্যবস্থাপনা পরিচালক কামাল আহমদ খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক সাজেদুল হাসান, বিশেষ অতিথি সুনামগঞ্জের মাদকবিরোধী সেচ্ছাসেবী কমিটির সভাপতি নুর আলম সোহাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের হিসাবরক্ষক ফয়সাল আহমদ।
আলোচনা সভা ও শর্টফিল্ম প্রদর্শনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আবু শাহা, শুভেচ্ছা বক্তব্য রাখেন খছরুজ্জামান খোকন। অনুষ্ঠানে রাশেদুল আলম আরিফ, আরিফ মতিন চৌধুরী, শাহ আলম, শেজু আহমদ, ওয়ালিদুর রহমান সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাজেদুল হাসান বলেন, মাদকদ্রব্যের ব্যবহার বিশ্বের একটি ভয়াবহ সামাজিক সমস্যা। বর্তমানে বাংলাদেশেও অন্যতম সমস্যা হলো মাদকাসক্তি। মাদকাসক্তির মর্মভেদী যন্ত্রণা, মর্মস্পর্শী ক্রন্দন অনেক পরিবারেই অনুভূত হচ্ছে। আর এর বিষাক্ত ছোবলে যুব সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। পরিণতি ভয়াবহ জানা সত্ত্বেও যেন স্বেচ্ছায়ই মানুষ এ মাদক ব্যবহার করছে। মাদকের এই উন্মাদ নেশাই সমাজে সৃষ্টি করে মাদকাসক্তির মতো মারাত্মক সমস্যা। এই মাদকাসক্তদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে নিয়োজিত প্রতিষ্ঠান বাঁধন-সুনামগঞ্জ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র কাজ করে যাচ্ছে। তিনি প্রতিষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন