তালেবানদের বিরুদ্ধে লড়তে আফগানিস্তান সেনাবাহিনীকে প্রায় ৪০ টন সমপরিমাণ সমরাস্ত্র এবং গোলাবারুদ সহায়তা পাঠিয়েছে ভারত। তালেবানের অগ্রযাত্রার মুখে কান্দাহার দখল হয়ে যাওয়ার আশংকায় ভারতীয় কূটনীতিকদের এয়ারলিফ্ট করার জন্যে C-130 পাঠায় ভারত, সে ফ্লাইটে আফগান সরকারের কাছে গোলাবারুদ সহায়তা পাঠায় তারা। ফিরতি ফ্লাইটে ভারতীয় কূটনীতিকদের দেশে নেওয়া হবে।
সম্প্রতি মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়তে না ছাড়তেই তালিবান জঙ্গিরা ফের দেশের দখল নিতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই তালিবানের তরফে দাবি করা হয়েছে যে দেশের ৮৫ শতাংশ তাদের দখলে চলে গিয়েছে। এই আবহে কান্দাহারে ক্রমেই সংঘর্ষ বাড়ছে তালিবান ও আফগান সেনার মধ্যে।
এই পরিস্থিতিতে সেদেশ থেকে ৫০ ভারতীয় কূটনীতিককে ফেরাবে ভারত। জানা গিয়েছে, কান্দাহারে অবস্থিত ভারতীয় দূতাবাস আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে নিযুক্ত কূটনীতিক, সহযোগী কর্মী এবং আইটিবিপি জওয়ানদের দিল্লিতে উড়িয়ে নিয়ে আসা হয় আফগানিস্তান থেকে। দক্ষিণ কান্দাহার এবং হেলমন্দের কাছে প্রচুর লস্কর জঙ্গি থাকার কারণেই ভারত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল বলে মনে করা হচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন