নওগাঁ মহাদেবপুরে পালিত হলো আদিবাসীদের বিরসা মুন্ডার ১২১তম শহিদ দিবস

নওগাঁ মহাদেবপুরে পালিত হলো আদিবাসীদের বিরসা মুন্ডার ১২১তম শহিদ দিবস

নওগাঁর মহাদেবপুরে বুধবার ৯ই জুন "ধরতী আবা. বীর বিরসা মুন্ডার ১২১ তম শহীদ দিবস পালন, পুষ্পর্পণ এবং শ্রদ্ধাঞ্জলী নিবেদন. আদিবাসীদের মহান নেতা এবং পাহান বা মুন্ডা সম্প্রদায়ের ভগবান। যাকে ভগবান হিসেবে পূজা করা হয়।

নওগাঁর মহাদেবপুরে -আদিবাসী ছাত্র পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার উদ্যেগে "মহাদেবপুর উপজেলা জাতীয় আদিবাসী পরিষদ স্থায়ী অফিসে ৯ই জুন সকাল ১১ টায় বিরসা মুন্ডার ১২১ তম শহীদ দিবস পালন, পুষ্পর্পণ এবং শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

এ সময় " আদিবাসী ছাত্র পরিষদ, মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি চঞ্চল পাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবঃসবিন চন্দ্র মুন্ডা, সাধারণ সম্পাদক -জাতীয় আদিবাসী পরিষদ, কেন্দ্রীয় কমিটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-খগেন কর্মকার, সভাপতি;উত্তম কর্মকার সাবেক প্রচার সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ, মহাদেবপুর সদর ইউপি শাখা।মিলন লাকড়া, সাধারণ সম্পাদক -জাতীয় আদিবাসী পরিষদ খাজুর ইউপি শাখা। সুজিত উড়াও সাধারণ সম্পাদক,পরেশ পাহান সহঃ সাধারণ সম্পাদক - আদিবাসী ছাত্র পরিষদ মহাদেবপুর উপজেলা শাখা। আরো উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলার বিভিন্ন গ্রামের আদিবাসী ছাত্র -ছাত্রীবৃন্দ।

মন্তব্যসমূহ (০)


Lost Password