সাগরে ৫৩ আরোহীসহ ইন্দোনেশিয়ান সাবমেরিন নিখোঁজ

সাগরে ৫৩ আরোহীসহ ইন্দোনেশিয়ান সাবমেরিন নিখোঁজ

৫৩ জন আরোহীসহ ইন্দোনেশিয়ান নৌবাহিনীর একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে। এরইমধ্যে সাবমেরিনটির খোঁজে অনুসন্ধান প্রচেষ্টা শুরু করা হয়েছে।রয়টার্স’র এক প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার বালি দ্বীপের দক্ষিণে একটি সামরিক অনুশীলনে অংশ নিচ্ছিল সাবমেরিনটি।

নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সাবমেরিনটি বালি দ্বীপের উত্তরে প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল। কিন্তু এর ফলাফল আশানুরূপ হয়নি। এদিকে সাবমেরিনটি খুঁজতে অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরের সাহায্য চেয়েছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। তবে সাবমেরিনটি খোঁজার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া প্রশাসন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সাবমেরিনটি বুধবার সকালে বালি উপকূল থেকে অন্তত ৯৬ কিলোমিটার দূরে নিখোঁজ হয় বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ৪৩ বছর বয়সী কেআরআই নাংগালা-৪০২ নামে সাবমেরিনটি জার্মানির তৈরি বলে জানা গেছে।

সুত্রঃ রয়টার্স

মন্তব্যসমূহ (০)


Lost Password