ফরিদপুর ফরিদপুর: ফরিদপুরের সালথায় “মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী বিশেষ উদ্যোগে” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।উদ্ভাবনীয় বিষয়গুলো হচ্ছে নারীর ক্ষমতায়ন, আম্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু নিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই উদ্ভাবনীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, জাতীয় শ্রমিক লীগ সালথা উপজেলা শাখার সভাপতি ও বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন,সালথা থানার প্রতিনিধি এস আই সৈয়দ আউলাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইয়াকুব আলী, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা ইপ্তিয়ার লিটন, উপজেলা নির্বাচন অফিসার তিলায়েত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, প্রাথমিক শিক্ষা অফিসার নিয়ামত হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার মাতুব্বর, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা, জাতীয় শ্রমিক লীগ সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা আহ্সান কামাল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন