পালানোর পথ পাচ্ছে না ইসরায়েল

পালানোর পথ পাচ্ছে না ইসরায়েল

রাতভর পাল্টাপাল্টি হামলা হয়েছে ইসরায়েল-লেবানন সীমান্তে। আবারও হিজবুল্লাহর রকেট হামলার টার্গেট হয়েছে ইসরায়েলের সামরিক ঘাঁটি। কিরায়াত শোমনায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার নেতানিয়াহু বাহিনী। আহত হয়েছে দুই ইসরায়েলি সেনা। জবাবে লেবাননের দক্ষিণে জোরালো অভিযান চালিয়েছে তেলআবিব। হিজবুল্লাহর একাধিক আস্তানা ও কমান্ড পোস্ট গুড়িয়ে দেয়ার দাবি করেছে আইডিএফ।

হিজবুল্লাহ'র পর, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর তুমুল প্রতিরোধের মুখে নাজেহাল ইসরায়েল। হামাস তো বটেই কাশেম ব্রিগ্রেড, আল কুদস্, ইসলামিক জিহাদের জোটবদ্ধ আক্রমণের শিকার ইসরায়েলি সমরযান ও আস্তানা। টানা ৯ মাস, সর্বাত্মক আগ্রাসন চালানোর পরও গোষ্ঠীগুলোর রণকৌশলে নাস্তানাবুদ।

মন্তব্যসমূহ (০)


Lost Password