চাঁদে যেতে সঙ্গী খুঁজছেন জাপানি ধনকুবের

চাঁদে যেতে সঙ্গী খুঁজছেন জাপানি ধনকুবের

চাঁদে যেতে সঙ্গী খুঁজছেন জাপানি এক ধনকুবের। ভ্রমণের জন্য আটজনকে সঙ্গে নিতে চান; তাদের সমস্ত খরচও বহন করবেন তিনিই। চন্দ্রভ্রমণের প্রস্তাব দেওয়া এই ব্যক্তি হলেন জাপানি অনলাইন ফ্যাশন টাইকুন ইয়ুসাকু মায়জাওয়া।সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করা এক ভিডিওতে তিনি এ ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

৪৫ বছর বয়সী মায়জাওয়া বলেন, সব ধরনের মানুষকে আমি সঙ্গে নিতে চাই। তার সঙ্গে যারা যাবেন প্রত্যেকের সম্পূর্ণ খরচ বহন করবেন তিনি। স্পেসএক্সের তৈরি নভোযানে চাঁদে যেতে ২০১৮ সালে  প্রথম বুকিং দিয়েছেন এই ধনকুবের। এ জন্য প্রয়োজনীয় অর্থ জমা দিয়েছেন তিনি। ‘প্রিয় চাঁদ’ নামের এই চন্দ্রাভিযান শুরু হতে পারে ২০২৩ সালের প্রথম দিকে।

ধনকুবের মায়জাওয়া জানান, অভিযানে যেতে ১৪ মার্চের মধ্যে করতে হবে প্রাক্–নিবন্ধন। ২১ মাচ পর্যন্ত চলবে বাছাইকাজ। এর পরের ধাপে থাকবে ‘অ্যাসাইনমেন্ট’ ও সাক্ষাৎকার। তিনি বলেন, আবেদনকারীদের দুটি মানদণ্ড পূরণ করতে হবে। অন্য লোকদের এবং সমাজকে কোনও উপায়ে সহায়তা করার ক্রিয়াকলাপ বাড়াতে হবে। এবং এই অভিযানে অংশ নেওয়া অন্যদের সহায়তা করতে প্রস্তুত থাকতে হবে।

চন্দ্রভ্রমণের জন্য এরই মধ্যে তিনি সব কয়টি আসন কিনে নিয়েছেন এবং এটি একটি ব্যক্তিগত ভ্রমণ বলেও জানান এই ধনকুবের।এরআগে ১৯৭২ সালে সর্বশেষ চন্দ্রভ্রমণে বের হয়েছিল মানুষ। এরপর চলে গেছে দীর্ঘ অনেক বছর।

মন্তব্যসমূহ (০)


Lost Password