২০ এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ জাতীয় পার্টির

২০ এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ জাতীয় পার্টির

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন উপনির্বাচন তাতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে আসনের জাতীয় পার্টির ২০ এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বাংলাদেশ জাতীয়বাদি দল বিএনপি ছাড়া সব দল অংশগ্রহন করেছে এই উপনির্বাচনে। তবে অন্য দলের এখন ও পর্যন্ত কোন অভিযোগ না থাকলেও জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী আব্দুল হামিদ ভাষানী বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে সাংবাদিকদের মাধ্যমে ভোট চালুর পর সরাইল পশ্চিম প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এমন অভিযোগ করেন। এবং আমার জাতীয় পার্টির নেতা এম.এ মুজিবকে পুলিশও তার নাম ধরে খুঁজে বেড়াচ্ছে।

এ ছাড়া রাজাপুর, পানিশ্বর, ছাদতলা কেন্দ্র থেকে আমার এজেন্টদের বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে বের করে দিয়েছে। এমনিতেই ভোট এবং নির্বাচনের প্রতি সাধারণ জনগণের অনীহা। এর ওপর ভয়ভীতি এবং বিরূপ আচরণের কারণে মানুষ ভোট না দিয়ে ভোট কেন্দ্র থেকে ফেরত যাচ্ছে। এ পর্যন্ত প্রায় ২০ জনের মত এজেন্ট বের করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আমি রিটার্নিং অফিসারকে মৌখিক অভিযোগ জানিয়েছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন। প্রায় তিন ঘণ্টা পার হয়ে গেলেও কোনো পদক্ষেপ নিতে দেখিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password