একজন মানবিক ইউএনও জয়া মারীয়া পেরেরা

একজন মানবিক ইউএনও জয়া মারীয়া পেরেরা

দেশে মরণঘাতক অদৃশ্য করোনাভাইরাসের প্রার্দুভাবের শুরু থেকে সংক্রমণ রোধে দিন-রাত নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন নওগাঁ নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা । সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষে উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে লোকজনদের সচেতন করার জন্য বুঝিয়েছেন।

আবার করোনা আক্রান্ত লকডাউন এলাকাগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে খাদ্যসামগ্রী নিয়ে নিজেই বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন গ্রামে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা খাদ্যসামগ্রী সঠিকভাবে বিতরণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে দুঃস্থ অসহায় কর্মহীনদের হাতে তুলে দিচ্ছেন।

এ ছাড়াও নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা চলার পথে কোন গরিব অসহায় চোখে পড়লে গাড়ি থেকে নেমে তার শারীরিক ও পারিবারিক খোজ নেন এবং বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকেন।

এ ধরণের মানবিক কাজের উদাহরণ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা ২৮/০৪/২০২১ ইং তারিখের গল্পঃ

ধানসুরা মোড়, রসুলপুর ইউনিয়ন।

একটি মাস্ক তার হাতে দিয়ে জানতে চাইলাম বস্তায় কি আছে চাচা? 
আমার কথায় বৃদ্ধ তেমন আমল দিলেন না। মাস্কটা পরে তার বস্তাটা তুলে নেয়ার জন্য হাত বাড়ালেন।
রোদে,গরমে বৃদ্ধ মানুষটিকে খুবই পরিশ্রান্ত মনে হলো।
আমি আবার জিজ্ঞেস করলাম বস্তায় কি আছে চাচা? 
মনে হলো অনিচ্ছা সত্বেও বললেন কিছু চাল আর আলু। 
কোথা থেকে কিনলেন? 
বললেন চেয়েচিন্তে যোগাড় করেছি।...
বস্তাটা মাথায় তুলে হাঁটতে উদ্যত হলেন।
বললাম কোথায় যাবেন? 
বোধ হয় চৌড়াপাড়া বা এ জাতীয় কিছু বললেন ঠিক বুঝতে পারলামনা। পাশেই ভ্যানগুলো দাঁড়িয়ে আছে। কাউকে ডাকলেন না। 
বললাম কিভাবে যাবেন?
"হেঁটে চলে যাব".....বলেই ঘুরে দাঁড়ালেন।
প্রচন্ড তাপদাহ চলছে। তখনও রোদের তেজ ব্যাপক!
বললাম এ বয়সে মাথায় এটি নিয়ে হেঁটে যেতে পারবেন না। ভ্যানে যান। 
বললেন ভাড়া নেই তার কাছে!

একটি ভ্যান ডেকে তাকে বসিয়ে দেয়া হলো। ভাড়া সহ আরো কিছু টাকাও দেয়া হলো। ভ্যানচালককে বলে দেয়া হলো বৃদ্ধকে বাড়ি অবধি পৌঁছে দেয়ার জন্য।
জাতীয় পুষ্টি সপ্তাহের খাদ্যাসামগ্রী বিতরণ শেষে একটি বস্তা বেশি হয়েছিল যা আমার গাড়িতে রাখা ছিল। খাদ্যসামগ্রীর সে বস্তাটিও ভ্যানে তুলে দেয়া হলো।
আজ তিনি কিছু বেশি নিয়েই ফিরুক ঘরে। ...

একটি কথাই শুধু জানা হলোনা রোদে রোদে ঘুরে কিছু চাল-আলু নিয়ে বাড়ি ফিরবে বলে কোন বৃদ্ধা কি আজ পথ চেয়ে ছিল তার জন্য?

ভুপেন হাজারিকার সেই গানটি মনে পড়ছে...

"বলো কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে
দুর্বল মানুষ যদি।..."

নওগাঁ নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা বলেন, আসুন, সকলেই সাধ্য মতো সহযোগিতার হাত বাড়াই। হোক তা ছোট্ট কোন সহযোগিতা, সেটাই হয়তো কারো জন্য হয়ে যাবে সে সময়ের জন্য অনেক বড় কিছু।

মন্তব্যসমূহ (০)


Lost Password