সম্প্রতি অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করছেন কারিনা কাপুর। "প্রেগন্যান্সি বাইবেল" নামের একটি বইও লিখেছেন। প্রথমে বইয়ের নাম এবং এখন বইটি নিয়ে আবার বিতর্কে আসেন তিনি।
বইটিতে প্রেগন্যান্সি সময় একজন নারীর বিভিন্ন সমস্যা, যেমন- খোলা পা, চুল পড়া, মেধ, অ-আকর্ষনীয় শরীর, মুড সুইং, যথেস্টো রোমান্টিকতা অনুভব না করা এসব বিষয়ে কথা বলেন। এছাড়াও তার প্রেগন্যান্সির সময় তার স্বামী সাইফ আলী খান কিভাবে তার এসব বিষয় সামলিয়েছেন সেসব বিষয়ও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, কেউই এসব বিষয়ে খোলামেলা আলোচনা করতে চান না, কিন্তু ভারতীয় প্রতিটি নারীই এ সমস্যার ভিতর দিয়ে যায় এবং এসব নিয়ে কথা বলা অনেক জরুরী। তাই আমি এসব নিয়ে কথা বলেছি।
২০১৬ সালের ২০ ডিসেম্বর তৈমুর আলী খানকে জন্ম দিয়ে প্রথম সন্তানের মা হন কারিনা কাপুর এবং এরপর জাহাঙ্গীর আলী খান নামে আরও একটি সন্তানের জন্ম দেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন