রংপুরে মোবাইলে জিনের বাদশা পরিচয়দানকারী জয়নাল সরকার (৩০) নামের এক প্রতারককে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে বুধবার (২৪ মার্চ) বিকেলে শহরের পীরগাছা বাসস্ট্যান্ড থেকে জয়নালকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জয়নাল গাইবান্ধা জেলার পলাশবাড়ীর ভবানীপুর গ্রামের ফজল হকের ছেলে।
পুলিশ জানায়, মোবাইলে জিনের বাদশা পরিচয় দিয়ে পীরগাছার চন্ডিপুর গ্রামের এক নারীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসছিলেন জয়নাল। ইতোপূর্বে গুপ্তধন ও স্বর্ণের পুতুল দেয়ার কথা বলে ওই নারীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন তিনি। অবশেষে ওই নারীর স্বজন ও এলাকাবাসীর জালে ধরা পড়েছেন কথিত জিনের বাদশা জয়নাল সরকার।
মঙ্গলবার (২৩ মার্চ) রাতে আবারো প্রতারক জয়নাল স্বর্ণের পুতুল ও গুপ্তধন বাড়িতে পৌঁছে দেয়ার জন্য সাড়ে পাঁচ হাজার টাকা আদায় করেন ওই নারীর কাছ থেকে। এছাড়া এগুলো পৌঁছে দেয়ার পর আরো ১০ হাজার টাকা প্রস্তুত রাখার কথা বলেন তিনি। এমতাবস্থায় ওই নারী গোপনে টাকা সংগ্রহের চেষ্টা করলে পরিবারের সদস্যরা বিষয়টি জেনে যায়।
বুধবার দুপুরে জয়নাল পীরগাছা বাসস্ট্যান্ডে ওই নারীকে ফোন করে আসতে বলেন। তিনি সেখানে আসলে আগে থেকে ওত পেতে থাকা ওই নারীর পরিবার এবং এলাকাবাসী তাকে আটক করে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, প্রতারণার শিকার নারী বাদী হয়ে জয়নালের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে জিনের বাদশা পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রুপের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন