ভারতে করোনা টিকার দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পর সার্টিফিকেট ডাউনলোড করলেই সেখানে মোদির ছবি সম্বলিত সার্টিফিকেট দেখা যায়। এই কান্ড নিয়ে ভারতজুড়ে বিতর্ক লেগেই আছে। সম্প্রতি মমতা এটা নিয়ে আওয়াজ তুললেন। তিনি বলেন, আমি কাউকে পছন্দ না-ও করতে পারি। তা সত্ত্বেও তার ছবি আমার কোভিড টিকার সনদে বয়ে বেড়াতে হবে কেন? এই কাজ করে মানুষের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। জোর করে ভ্যাকসিন সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া হচ্ছে। এরপর মমতা অনেকটা ব্যাঙ্গাত্মকভাবে বলেন, তাহলে এইবার ডেথ সার্টিফিকেটেও মোদির ছবি দেওয়া হোক।
এই ব্যাপার নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, টিকার সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর বার্তা ও ছবি জনস্বার্থে প্রচারিত। মানুষকে উৎসাহিত করতে এই ছবি ব্যাবহার করা হয়েছে বলে জানান তিনি। কিন্তু বিরোধীদল এই ছবিকে ভোটের প্রচার হিসেবে দেখছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন