বার্সাকে আনুষ্ঠানিক বিদায় বলে দিলেন লিওনেল মেসি

বার্সাকে আনুষ্ঠানিক বিদায় বলে দিলেন লিওনেল মেসি

গত বৃহস্পতিবার রাতে ফুটবল ক্লাব বার্সেলোনা জানায় লিওনেল মেসিকে তারা আর ধরে রাখতে পারছে না তারা। যার ফলে মেসিও বার্সেলোনার ২১ বছরের সম্পর্ক শেষ হয়ে যায়। পরের দিন বার্সেলোনার প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে জানালেও এই সম্পর্কে কোন কথা বলেননি ফুটবল জাদুকর। অবশেষে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ঘোষনা দিলেন লিওনেল মেসি। বিকাল চারটায় কালো একটা মাস্ক পরে প্রেস কনফারেন্স রুমে ঢোকেন মেসি। ঢুকেই নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেন না একটুও। কাঁদতে শুরু করেন সময়ের সেরা এই ফুটবলার। কথাই বলতে পারলেন না অনেকক্ষণ।

সেখানেই তার সতীর্থ, কোচ, কর্মকর্তা, সাংবাদিক ও ভক্তদের বিদায় জানিয়ে দিলেন মেসি। তবে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন বার্সেলোনা থেকে অন্যভাবে বিদায় নিতে চেয়েছিলেন। খেলতে চেয়েভহিলেন বিদায়ী ম্যাচ। মেসি বলেন, ‘খুব কষ্টের এটা, দেড় বছর ধরে ভক্তদের ছাড়া। আমি একেবারে অন্যভাবে বিদায় বলতে চেয়েছিলাম। প্রথম দিন থেকে শেষ পর্যন্ত আমি আমার সবটুকু দিয়েছি। একদিন আশা করি ফিরব। বাচ্চাদের কথা দিয়েছি। আমি এই ক্লাবকে সেরা হতে সহায়তা করতে চাই’। সংবাদ সম্মেলনে ক্লাবের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি। বার্সেলোনার পর নতুন গন্তব্য এখনও চুড়ান্ত হয়নি বলে জানিয়েছেন মেসি।

তবে ফ্রান্সে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা জানাতে ভূল করেননি তিনি। দলের সতীর্থ ও কর্মকর্তা, স্টাফ থেকে শুরু করে সংবাদকর্মীরা দাঁড়িয়ে হাততালি দিয়ে মেসিকে সম্ভাষণ জানান। শেষবার মেসিকে বিদায় জানাতে ন্যু ক্যাম্পের বাইরে হাজার হাজার দর্শক উপস্থিত হন। তারা মেসিকে এক নজর দেখার জন্য সেখানে দাঁড়িয়ে থাকেন।

বার্সায় স্বপ্নের মতো সময় কাটিয়েছেন মেসি। জিতেছেন ১১ লা লিগা, ৮ স্প্যানিশ সুপার কাপ, ৬ কোপা দেলরে ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ। ২০০৪ সাল থেকে ২০২১ এই সময়ে বার্সার হয়ে খেলে মেসি করেছেন ৭০৯ গোল। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সর্বকালের সেরা খেলোয়াড়ও বলা যায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password