ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামছে লিভারপুল ও বায়ার্ন মিউনিখ

ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামছে লিভারপুল ও বায়ার্ন মিউনিখ

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে রাতে মাঠে নামছে দুই জায়ান্ট লিভারপুল ও বায়ার্ন মিউনিখ।

ইংলিশ এফএ কাপের তৃতীয় রাউন্ডে অ্যাস্টন ভিলার আতিথ্য নেবে অলরেডরা। ম্যাচ শুরু রাত পৌনে ১টায়। এর ১৫ মিনিট আগে বুন্ডেসলিগায় মনশেনগ্লাডবাখের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।ইপিএলে সময়টা মোটেই ভালো কাটছেনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের। শেষ তিন ম্যাচে জয় নাইএকটাও। বছরের শেষ দুই ম্যাচে ওয়েস্ট ব্রুম আর নিউক্যাসলের মতো দুইটা দলের কাছে পয়েন্ট হারানোর পর আরেক দূর্বল দল সাউদাম্পটনের সাথে হার নিয়ে শুরু হয়েছে নতুন বছর। এমন সময়ে এফএ কাপে অ্যাস্টন ভিলার মঠে খেলতে যাবে অলরেডরা।

ইনজুরি যেন আরও বেশ খানিকটা কাবু করে দিয়েছে ইয়র্গেন ক্লপের দলকে। রক্ষণভাগে দলের সবচেয়ে বড় তারকো ভার্জিল ফন ডাইক লম্বা সময়ের জন্য মাঠের বাইরে। বাকি দুই সেন্টারব্যাক মাতিপ, জো গোমেজও সুস্থ নন। তাই ডিফেন্স লাইন নিয়ে বেশ ঝামেলা পোহাতে হবে লিভারপুলকে। উইংগার দিয়াগো জতা আ মিডফিল্ডার নাবি কেইতারও একই অবস্থা।

প্রতিপক্ষ যখন অ্যাস্টন ভিলা তখন এত সমস্যার মধ্যেও কিছুটা চিন্তামুক্ত থাকতে পারেন ক্লপ। এফএ কাপে এই দলটাকে শেষ ৭ ম্যাচের ৬টাতেই হারিয়েছে অলরেডরা, ওটাই অনুপ্রেনা হিবেবে কাজ করবে।লিভারপুল-অ্যাস্টন ভিলা ম্যাচের ঠিক ১৫ মিনিট আগে জার্মান মুলুকে মাঠে নামবে জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় বাভারিয়ানদের প্রতিপক্ষ বরুশি মনশেনগ্লাডবাখ।

বায়ার্নের ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। চলতি মৌসুমেও আগুনে ফর্মে আছে দ্য বাভারিয়ান্স। লিগে ১৪ ম্যাচে খেলে হেরেছে কেবল একটা, ৩৩ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে আছে সবার চেয়ে। শেষ ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়ে সেকেন্ড হাফে প্রতিপক্ষকে ৫টা গোল দিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে।

টপার বায়ার্নের রাতের প্রতিপক্ষ মনশেনগ্লাডবাখ এখন আছে টেবিলে সাত নম্বরে। এই দলটার বিপক্ষে ১০৫তম ম্যাচ খেলতে নামছে বাভারিয়ানরা। যেখানে ওদের সাথে জয়ের ব্যবধানে ঢের এগিয়ে হেন্সি ফ্লিকের দল। আর গেনাব্রি, সানে, কিমিখ, লেওনদস্কি নয়্যাররা যে ফর্মে আছে তাতে বায়ার্নের হারের কাথা চিন্তা করাও কঠিন।

মন্তব্যসমূহ (০)


Lost Password