৬ তরুণ-তরুণীকে বেঁধে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন

৬ তরুণ-তরুণীকে বেঁধে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন

৬ তরুণ-তরুণীকে বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরে সদর উপজেলার মান্দারীর যাদৈয়া গ্রামে এ ঘটনা ঘটে। থানা পুলিশ জানিয়েছে, আটকৃতরা হলেন শ্যামলী আক্তার চাঁদনী, আঞ্জুমা আক্তার, মহিউদ্দিন, মো. নুরনবী, বোরহান উদ্দিন ও মেহেদী হাছান।

তারা ফেনীর দাগনভূঞা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মাইক্রোবাসযোগে ‘মানবাধিকারকর্মী’ পরিচয়ে ফেনী থেকে আসা শ্যামলী কয়েকজন অনুসারী নিয়ে সোমবার (১১ জুলাই) সকালে মান্দারীর যাদৈয়া গ্রামে আসেন। তারা আসলাম জমাদার বাড়ির ইমরান হোসেনের ঘরে ডুকেন।

এসময় ইমরানের বোনের প্রবাসী স্বামী জসিমের সঙ্গে পারিবারিক বিরোধ সমাধান করার প্রস্তাব দেন। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে আবার আসবেন বলে হুমকি দিয়ে চলে যান। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে দুই তরুণীসহ ৪ যুবক আবারও মাইক্রোবাসযোগে ওই বাড়িতে আসেন। একপর্যায়ে ওই বাড়ির শাহাদাত হোসেন ও ইমরান হোসেনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে পরিবারের লোকজনকে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করা হয়।

খবর পেয়ে বাড়ি ও আশপাশের লোকজন জড়ো হয়ে ৬ জনকে বেঁধে পিটুনি দেয়। এসময় তাদের কাছ থেকে হ্যান্ডকাপ ও ৩টি ছুরিসহ কিছু সরঞ্জাম পাওয়া যায়। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ্ উদ্দিন বলেন, ‘শ্যামলী কিছুটা মানসিক রোগী। দুই পক্ষই পরস্পর আত্মীয়-স্বজন। তাদের বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বহিরাগতদের বিরুদ্ধে মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password