ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে দীর্ঘ লাইন

ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে দীর্ঘ লাইন

গাজীপুর জেলার গাছা থানাধীন বোর্ডবাজার কেন্দ্রীক সাইন বোর্ড এলাকার ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম বুথে অসংখ্য মানুষ গাদাগাদী করে দীর্ঘ লাইন ধরে অপেক্ষমান টাকা উত্তোলনের জন্য। সকাল ৮.৩০ মিনিট।  কথা হলো বুথে টাকা তোলার জন্য দীর্ঘ লাইনে থাকা কয়েকজন ব্যাক্তির সাথে।

দীর্ঘ লাইনের কারন জানতে চাইলে, তারা বলেনঃ" আমাগো গার্মেন্টসে বেতন দিছে কাইলক্যা। ডিউটি শেষে রাতে আইছিলাম। তই উডাইতে পারি নাই। আইজক্যা তো বাড়িত যাওন লাগবো। তাই ট্যাহাও উডান লাগবো। বাড়িত গেলে তো ট্যাহা উডানোর জায়গা নাই।"

আরেকজন বলেনঃ" আমাদের বেতনের পর প্রতিমাসেই এরকম ঝামেলার মধ্যে টাকা উঠানো লাগে। আগে তো হাতে দিয়ে দিত। কোন ঝামেলা ছিলো না। তাছাড়া এখানে অনেক সময় অনেকে ছিনতাইকারী বা টাকা চোরের খপ্পরে পড়ে যায়। আমার মতে, আগে আমাদের যে হাতে টাকা দিয়ে দিতো, ওটাই ভালো ছিলো।"

একজন মহিলা জানানঃ গত মাসে টাকা তুলতে এসে আমি অনেক ঝামেলায় পড়েছি। কোথায় কোনটা টিপ দিতে হবে বুঝি না। গার্মেন্টসে চাকরি করি। লেখাপড়া করি নাই। কেমনে বুঝবো এসব। আজও আসছি, লাইনে দাঁড়িয়ে আছি। কারও সাহায্য নিয়ে টাকা উঠানো লাগবে।"

তবে অনেকেই জানান যে, "কিছু অসুবিধা থাকলেও আমাদের বেতন ভাতা রকেটে দেওয়ায় আমরা সেখানে কিছু টাকা সঞ্চয় করতে পারি। আগে তো সব খরচ হয়ে যেত। তাছাড়া বাড়িতে টাকা পাঠাতেও সুবিধা।  নতুন করে কোন দোকানে যাওয়া লাগে না।"

মন্তব্যসমূহ (০)


Lost Password