একটানা উর্ধ্বমুখী থাকার পর ফের একধাক্কায় অনেকটাই কমল সোনার দাম। সোনার দাম কমে ১০ গ্রামে ৫০,০০০ টাকার নীচে নেমে গিয়েছে । মসিএক্সে সোনার দাম হয়েছে ৪৯,৬৬০ টাকা।
পাশাপাশি রুপোরও দাম কমেছে ৩ শতাংশের মতো। সোনার দাম রেকর্ডহারে বৃদ্ধি পেয়েছিল, প্রতি ১০ গ্রামে সোনার দর ছিল ৫৬,২০০ টাকা। সেখান থেকে দাম এখন ১০ গ্রামে ৬,০০০ টাকার বেশি পড়ে গিয়েছে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মার্কিন ডলারের দাম বাড়লে তা সোনার দামে প্রভাব ফেলে। তাই সোনার দামে এই পতনের কারণ হিসেবে ডলারের দাম বৃদ্ধি ও মার্কিন আর্থিক প্যাকেজের অনিশ্চয়তাকে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা।
শুধু ভারতে নয়, আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ৬ সপ্তাহের সর্বনিম্ন, স্পট প্রাইস কমে গিয়ে দাঁড়িয়েছে আউন্স পিছু ১,৮৮৭.৩৫ টাকা। উল্লেখ্য, এ নিয়ে পরপর তৃতীয় দিন এভাবে মন্দার মুখোমুখি হল সোনার বাজার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন