সিরাজগঞ্জে ২দিন ব্যাপী মার্কস একটিভ স্কুল চেস চ্যাম্পস্ শীর্ষক দাবা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর)সিরাজগঞ্জ পুলিশ লাইন্স্ শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিল শেডে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং সিরাজগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় “মার্কস একটিভ স্কুল চেস চ্যাম্পস্ শীর্ষক দাবা প্রতিযোগিতা” সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্কুলের শিশু কিশোররা স্বতঃস্ফুর্তভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এসময় আমন্ত্রিত অতিথিগণ বিজয়ী দল ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্বারক, মেডেল ও ট্রফি তুলে দেন। উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ বিভিন্ন স্কুলের দাবা খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ, বুদ্ধির খেলা দাবা শিখি,মানসিক স্বাস্থ্য ভাল রাখি "এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জে ২দিনব্যাপী মার্কস একটিভ জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতা ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়। ১৬ সেপ্টেম্বর (শুক্রবার) শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেড, পুলিশ লাইন্স,এ মার্কস একটিভ জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতা এর উদ্বোধন করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন