মেসি আন্তর্জাতিক ফুটবল তারকা। সর্বকালের সেরা ফুটবলারদের একজন। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার তিনি। জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অনেক প্রতিষ্ঠান তাকে নিয়ে কাজ করেছেন বিজ্ঞাপনে। তাই বলে বিড়ির বিজ্ঞাপনে লিওনেল মেসিক! এটা কি ভাবা যায়? অবাক করার মতো ব্যাপার হলেও সত্যিই এমনটা ঘটেছে ভারতের মুর্শিদাবাদে। ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পর দেশটিতে বেড়েছে ‘মেসি বিড়ি’র বিক্রি। একটি বিড়ির প্যাকেটে মেসির হাসিমুখের ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।
মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার কোপা জয়ের পর থেকেই বাজারে পাওয়া যাচ্ছে ‘মেসি বিড়ি’ এমনটাই দাবি টুইটারে একাংশের। ছয় বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। একাধিক ব্যক্তিগত সাফল্য, বার্সেলোনার হয়ে একাধিক ট্রফি, আন্তর্জাতিক মঞ্চে আর্জেন্তিনার হয়ে কোপা জয়ের পর এমন কাণ্ডে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। কেউ কেউ আবার প্রশ্ন করেছেন, ‘মেসি জানেন তো?’এমন ছবি প্রকাশের পর টুইটারে রুপিন শর্মা মজা করে বলছেন, ‘ভারতে এটাই মেসির প্রথম বিনিয়োগ’।
বিড়ি বা সিগারেটে প্যাকেটে জনপ্রিয় মুখ রাখাটা নতুন নয়। এর আগেও চেলসির বিখ্যাত ফুটবলার জন টেরির ছবি সিগারেটের প্যাকেটের উপর ব্যবহার করা হয়েছিলো। সেই নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিলো সিগারেট কোম্পানিটিকে। টেরির ছবি ব্যবহার করা হয়েছিলো সতর্কীকরণের জন্য। সবচেয়ে বড় বিষয় হলো এর আগে একই জেলায় ‘রোনালদো বিড়ি’ নামেও বাজারে এসেছিল বিড়ি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন