পিএসজির হয়ে মাঠে নামার অপেক্ষা বাড়ল মেসির

পিএসজির হয়ে মাঠে নামার অপেক্ষা বাড়ল মেসির

অনেক জল্পনা কল্পনার পর দীর্ঘ ২১ বছরের সম্পর্কের পাট চুকিয়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লিখিয়েছেন মেসি। যোগ দেয়ার পর সংবাদ সম্মেলনে বলেছেন নতুন ক্লাবের হয়ে মাঠে নামার জন্য উন্মুখ হয়ে রয়েছেন তিনি। মাঠে নামার জন্য লিওনেল মেসি অনুশীলন শুরু করেছেন। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সমর্থকদের আর তর সইছে না। কবে মেসিকে দেখা যাবে মাঠ মাতাতে?

সেই অপেক্ষা আরও বেড়ে গেল। সবাই ধারণা করেছিল শনিবার রাতেই লিগ ওয়ানে স্ট্রাসবুর্গের বিপক্ষে পিএসজির হয়ে মাঠে নামবেন তিনি। কিন্ত আজ রাতে মাঠে নামা হচ্ছে না এলএম টেনের। এখন পর্যন্ত তিনটি অনুশীলন সেশনে শেষ করেছেন মেসি। এত অল্প প্রস্তুতি নিয়েই মাঠে নামা সম্ভব হচ্ছে না আর্জেন্টাইন খুদেরাজের। তাই আজকের ম্যাচে তাকে দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

আজ না খেললেও পিএসজির পরবর্তী খেলায় দেখা যেতে পারে মেসিকে। কিন্ত মেসির পুরোনো শত্রু নতুন বন্ধু সার্জিও রামোসকে এই মাস পিএসজির জার্সিতে দেখা যাবে না। পেশির চোটে আগামী মাস পর্যন্ত বিশ্রামে থাকবেন সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক, আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে তার নতুন ক্লাব পিএসজি।

মন্তব্যসমূহ (০)


Lost Password