মেসির বিদায়ে টিকিট বিক্রি নিয়ে বিপাকে বার্সেলোনা

মেসির বিদায়ে টিকিট বিক্রি নিয়ে বিপাকে বার্সেলোনা

মেসির সাথে বার্সেলোনার সম্পর্ক দীর্ঘ ২১ বছরের। ২১ বছরের সম্পর্কে মেসি বার্সেলোনার একটি প্রধান অংশ হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু সম্প্রতি লা-লীগার নতুন নিয়মে অনিচ্ছা সত্ত্বেও মেসিকে হারাতে হয়েছে বার্সেলোনার। মেসি নাম লিখিয়েছেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। আর এতেই বিপাকে পরেছে বার্সেলোনা।

আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে স্প্যানিশ লা লিগায় মাঠে নামবে বার্সেলোনা। গত মৌসুম পুরো গ্যালারী দর্শকশুন্য থাকার পর দীর্ঘ ১৭ মাস পর ক্যাম্প ন্যু- তে এক-তৃতীয়াংশেরও কম দর্শক মাঠে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। এতে বার্সেলোনা আশানুরূপ টিকিট বিক্রির আশা করেও ব্যর্থ হয়েছে। সবে মাত্র মোট অনুমতি (প্রায় ৩০ হাজার টিকিট) পাওয়ার অর্ধেক টিকিট বিক্রি করতে পেরেছে বার্সেলোনা। টিকিট বিক্রির এই ধস এর কারণকে মেসির বিদায় বলে মনে করছেন ক্লাব কর্তৃপক্ষ।

মন্তব্যসমূহ (০)


Lost Password