পলাশ প্রতিনিধি : নরসিংদীর পলাশের ঘোড়াশাল এলাকায় অবস্থিত বিজেএমসি নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ জুট মিলস লি: বর্তমানে প্রাইভেট সেক্টরে জুট এলায়েন্স লিমিটেডের অধিনে উৎপাদনে যাওয়া বাংলাদেশ জুটমিল পরিদর্শন করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। আজ সোমবার ১৮ এপ্রিল দুপুরে তিনি এ জুটমিলের উৎপাদন পরিদর্শন করেন।
এসময় নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম, পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী। তাছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের জুটমিলের জিএম আবুল কাম মোঃ হান্নান এবং জুট এলায়েন্স লিমিটেডের মুখপত্র জিয়াউর রহমান প্রমুখ।
প্রকাশ ২০ বছরের চুক্তিতে লিজ নিয়ে জুট এলায়েন্স লিমিটেড নামে একটি বেসরকারী প্রতিষ্ঠান বাংলাদেশ জুট মিলটি ১০ জানুয়ারী বিজেএমসির কাছ থেকে বুঝে নেয়। পরে ১লা ফেব্রুয়ারি মিলটির হস্তান্তর প্রক্রিয়া শেষে চলতি সনের ২৬ ফেব্রুয়ারি থেকে মিলটির আংশিক উৎপাদন শুরু করে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন