মোহন সাহেব কখনো ছাত্রলীগ করেননি : সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা

মোহন সাহেব কখনো ছাত্রলীগ করেননি : সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা

নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাবেক সংবাদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা বলেন, আমি কখনো জহিরুল হক ভূঁইয়া মোহন সাহেবকে ছাত্রলীগ করতে দেখিনি। যদি তিনি প্রমাণ করতে পারেন তাহলে আমি আমার এই বক্তব্য সবার সামনে প্রত্যাহার করবো। তিনি সব সময় আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করেছেন। তিনি ২০০২ সালে আওয়ামী লীগে এসেছেন। এর আগে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করতেন।

শনিবার (১৯ মার্চ) বিকেলে কলেজ গেইট চত্ত্বর এলাকায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিবপুর উপজেলা ছাত্রলীগের আয়োজিত আলোচনা সভা ও শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় সরকারিকরণের চিঠি সর্বপ্রথম আমি নিয়ে এসেছি। আর এখন মোহন সাহেব দাবি করেন তিনি নাকি সরকারিকরণ করেছেন। কাদির মোল্লা সাহেবের কারখানার পাশে জেলখানা নাকি তিনি নিয়ে এসেছে, এটাও তিনি করেননি‌। আমার করা কাজগুলো তিনি উদ্বোধন করেন। শিবপুরে আরেকটি কাজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি বলি এই কাজটা আপনি নিয়ে আসেন, জায়গা আমি দিবো। জায়গার অভাব হবে না, আগে আপনি কাজটা নিয়ে আসেন।

সিরাজুল ইসলাম মোল্লা বলেন, ওইদিন টাঙ্গাইলের এক এমপির সাথে আমার দেখা হয়। আমি ওনাকে জিঙ্গেস করেছি আপনি আপনার এলাকার জন্য কি কি কাজ করেছেন। তিনি আমাকে দুই হাজার কোটি টাকার কাজ দেখিয়েছেন। আর আমাদের শিবপুরের এমপি সাহেব কয় টাকার কাজ এই পর্যন্ত আনতে পেরেছেন?

শিবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাজায়েল ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন। 

এসময় আরও উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন, শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মোল্লা, প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password