দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখার পরও মিয়ানমারে জান্তা বিরোধী আন্দোলনে যোগ দিলো ১০ হাজারের বেশি মানুষ। রাজধানী নেইপিদোর পাশাপাশি প্রধান বাণিজ্যিক নগরী- ইয়াঙ্গুনের রাস্তায় নামেন বিক্ষোভকারীরা।
এসময়, তাদের হাতে ছিলো সু চি’র ছবি এবং গণতন্ত্রপন্থি নানা ব্যানার। ‘জান্তা স্বৈরশাসন নিপাত যাক; গণতন্ত্র মুক্তি পাক’ শ্লোগানে মুখরিত ছিলো মিয়ানমারের রাজপথ। যা, দেশটির ইতিহাসে খুবই বিরল ঘটনা।
অবজারভেটরি গ্রুপ- নেটব্লকসের তথ্য অনুসারে, অন্যান্য সময়ের তুলনায় ১৬ শতাংশ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর আগেই, ফেসবুক-ইনস্টাগ্রাম ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করা হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ পদক্ষেপকে ‘ন্যাক্কারজনক ও বেপোরোয়া’ আখ্যা দিয়েছে। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান চালিয়ে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। বন্দি করে রাষ্ট্রীয় উপদেষ্টা, প্রেসিডেন্টসহ শীর্ষ নেতাদের।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন