স্পেনের প্রাচীন মুসলিম সমাধিক্ষেত্রে ৪ শতাধিক কবরের সন্ধান

স্পেনের প্রাচীন মুসলিম সমাধিক্ষেত্রে ৪ শতাধিক কবরের সন্ধান

স্পেনের উত্তরাঞ্চলে মুসলমানদের প্রাচীন একটি সমাধিক্ষেত্রের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। পাঁচ একরের এই সমাধিক্ষেত্র খুঁড়ে ৪শ'র বেশি কবর  পেয়েছেন তারা। সমাধিক্ষেত্রটি থেকে ১০০টি প্রাচীন মিশরীয় কফিন ও কিছু মমিও পাওয়া গেছে। মুসলমানদের স্পেন অধিগ্রহণ ও দীর্ঘদিন তাদের অধীনেই থাকার ব্যাপারটি বর্তমানে আনুসঙ্গিক হিসেবে বিবেচিত হয়, এমনকি এসব ইতিহাসের অস্তিত্বও এড়িয়ে যাওয়া হয় বলে জানান ইউনিভার্সিটি অব দ্য বাস্ক কাউন্ট্রির গবেষকরা। 

আরাগনের জারাগোজার নিকটবর্তী তৌস্তে শহরের একটি ৮ম শতকের প্রাচীন সমাধিক্ষেত্রে কবরগুলো আবিষ্কার করেন তারা। মুসলিমরা ইবেরীয় উপদ্বীপ অধিগ্রহণ শুরু করার পর ৭১১ থেকে ১৮৯২ খ্রিস্টাব্দ পর্যন্ত স্পেনেই ছিল। তৌস্তের অ্যানথ্রোপলজিক্যাল অবসারভেটরি অব দ্য ইসলামিক নেক্রোপলিসের পরিচালক মিরিয়াম পিনা পারদোস জানান, এ অঞ্চলের সাংস্কৃতি অনুষঙ্গ দেখে এ অঞ্চলে দীর্ঘদিনের ইসলামিক উপনিবেশের ব্যাপারে ধারণা পাওয়া যায়। এ অঞ্চলের বিভিন্ন স্থাপত্যের ধরন দেখেও এ ব্যাপারে ধারনা পাওয়া যায়।  

এল পাতিয়াজ কালচারাল এসসিয়েশন জানায়, ডিএনএ পরীক্ষা এবং কার্বন ডেটিং করে দেখা গেছে, সমাধিক্ষেত্রে খুঁজে পাওয়া কঙ্কালগুলো অষ্টম- একাদশ খ্রিস্টাব্দের। পিনা পাদরোস জানান, 'ইতোপূর্বে ৪৪টি কঙ্কাল আবিষ্কৃত হয়। এ বছর আরও ৪০০টি কঙ্কাল খুঁজে পেয়েছি আমরা। খনন করে ৪০০টি কবর খুঁজে পাওয়া দুর্লভ ব্যাপার।' সবগুলো কঙ্কাল-ই ইসলামিক রীতি অনুযায়ী দাফন করা হয়েছিল। 

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই আবিষ্কারের ফলে এ অঞ্চলে মুসলিম অধিগ্রহণ সম্পর্কিত অনেক ধারণার পরিবর্তন আসবে।  

মন্তব্যসমূহ (০)


Lost Password