৫০ টিরও বেশি ফেক আইডি!

৫০ টিরও বেশি ফেক আইডি!

সুমন মিয়া ওরফে ফারহান আদনান। এমনভাবেই ফেসবুকে বিভিন্ন নামে ৫০ টিরও বেশি ফেক আইডি রয়েছে তার।এসব আইডি ব্যবহার করেই জড়িত রয়েছে প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে। তবে চক্রের মূল হোতাকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোঃ হারুন অর রশিদ এ বিষয়ে বলেন, " সুমন মিয়া ওরফে আদনান প্রশ্নপত্র না পেলেও সবাইকে বলত যে তার কাছে প্রশ্ন রয়েছে।আর তার এই কথা শুনেই অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা উৎসাহী হয়ে তার কাছ থেকে প্রশ্নপত্র কিনে দেয়। এভাবে প্রতারণার মাধ্যমে গত কয়েক মাসে চার লাখেরও বেশি টাকা সে আয় করেছে।"

ফারহান আদনান নামে ফেসবুক আইডি থেকে ৪ দিন আগে মেডিকেল ভর্তি পরীক্ষার শত ভাগ প্রশ্ন কমন পাওয়ার নিশ্চয়তা দিয়ে বলা হচ্ছে, প্রশ্ন ১ সেট হাতে চলে এসেছে, যারা টাকা দিয়েছেন সময়মতো পাবেন। যারা নিতে চান নক দিন। ইতিমধ্যে আগামী শুক্রবার (১ এপ্রিল) মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভুয়া প্রশ্নপত্রের বিজ্ঞাপন দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সুমন।

শুধু মেডিকেলের নয় টাকা দিলে পাওয়া যাবে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র এমনকি সুযোগ আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল পরিবর্তনেরও। এ বিষয়ে পুলিশ আরো জানান, শুধু এসব চক্রের সদস্যদের নয়। এর সাথে জড়িত অভিভাবক এবং শিক্ষার্থীদেরও আনা হবে আইনের আওতায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password