নাইজেরিয়ায় মসজিদে নামাজ চলাকালীন হামলার ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আরো ১৮ জনকে অপহরণ করা হয়েছে। রবিবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশের মারু জেলার দুস্তেন গারি গ্রামে গত শুক্রবার নামাজের সময় হামলাকারীরা মোটরসাইকেলে করে তাদের উপর গুলি ছোড়ে।
রাজ্যের পুলিশের মুখপাত্র জানায়, দস্যুরা ৫ জন মুসল্লিকে হত্যা করেছে এবং ১৮ জনকে অপহরণ করেছে। এদের মধ্যে ইমামও রয়েছেন। তবে স্থানীয় বাসিন্দারা বলছে, হামলাকারীরা ৩০ জনের বেশি মুসল্লিকে অপহরণ করেছে। এই ঘটনাকে ঘিরে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
রাজ্যের পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু বার্তা সংস্থা এএফপি'কে বলেন, দস্যুরা পাঁচ মুসল্লিকে হত্যা করেছে এবং অনেককেই অপহরণ করেছে, এদের মধ্যে ইমামও রয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন