ঘুমানোর কথায় শাশুড়িকে খুন

ঘুমানোর কথায় শাশুড়িকে খুন

মোমেনা বেগম, বয়স ৫০। সম্পর্কে জামালের শাশুড়ি মা। কিন্তু মেয়ের জামাইয়ের হাতে খুন হলেন মোমেনা বেগম। শনিবার (১২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের কুতুবকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোমেনা বেগম ওই গ্রামের কাঞ্চন গাজীর স্ত্রী।

রবিবার (১৩ জুন) দুপুর ১টার দিকে একই উপজেলার চরগরবদী এলাকা থেকে মেয়ের জামাই জামালকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তথ্য সূত্রে জানা যায়, মোমেনা-কাঞ্চন দম্পতির মেয়েকে বেশকিছু দিন পূর্বে বিয়ে দেওয়া হয় চাঁদপুরের কচুয়া এলাকার মো. জামাল হোসেনের সঙ্গে। বিয়ের পর থেকে মেয়ের জামাই শ্বশুর বাড়ি থাকতো। ক’দিন পূর্বে হঠাৎ জামালের মানসিক সমস্যা দেখা দেয়। সে রাতে না ঘুমিয়ে ঘরের ভিতর হাঁটা-চলা করত। ঘটনার দিনও রাতে না ঘুমিয়ে জামাল একইভাবে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতে থাকে।

এ সময় শাশুড়ি মোমেনা হাঁটাহাঁটি না করে জামালকে ঘুমাতে বলেন। এতে জামাল ক্ষিপ্ত হয়ে দা দিয়ে শাশুড়িকে কুপিয়ে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় শাশুড়িকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৬টায় মারা যান তিনি।

পটুয়াখালীর দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রাত ৩টার দিকে খবর পেয়ে রক্তাক্ত শাশুড়িকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশালে পাঠিয়ে দেই। জামাতা জামালকে দুপুরের দিকে একই উপজেলার চরগরবদী এলাকা থেকে আটক করা হয়েছে”।


দেশের আরও খবর পড়ুন এখান থেকেঃ

১। কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীর শরীরে আগুন, অতঃপর জীবন্ত পুতে হত্যা

২। রাজধানীর কলাবাগানের ডাঃ সাবিরার মৃত্যু একটি পরিকল্পিত

৩। দেবরের সাথে পরকীয়ায় স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ, ইমামের সাথে পরকীয়ায় দেবর হত্যা

মন্তব্যসমূহ (০)


Lost Password