ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাছ ধরার জাল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রুহুল আমিন (৩৫) নামে এক যুবক নিহত ও ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঠাকুরবাখাই গ্রামে ২ পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত রুহুল আমীন জেলার হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের গাজীপুর সর্চাপুর গ্রামের আক্কাস আলীরছেলে।
এতে রুহুল আমিন গুরুতর আহত হলে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিনের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুলপুর-হালুয়াঘাট সিমান্ত এলাকার ঠাকুরবাখাই গ্রামে নাকানন্দি নদী থেকে ৩ দিন আগে নিহত রুহুল আমিনদের একটি মাছ ধরার জাল হারিয়ে যায়।
এ ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেলে ঠাকুরবাখাই গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে রুহল আমীনসহ ৬ জন আহত হয়।পরে গুরুতর আহত অবস্থায় রুহুল আমিনকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে রুহুল আমিনের মৃত্যু হয়।
ফুলপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন