চড় মারার ঘটনার পর থেকেই নিরব ছিলেন উইল স্মিথ।
আজ (শনিবার) মুম্বাই বিমানবন্দরে হঠাৎ করেই দেখা যায় উইল স্মিথকে একজন আধ্যাত্মিক গুরুর সঙ্গে মতবিনিময় ও হেসে কথা বলতে ।
ছবিটি অতি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে। এ সময় তাঁর গায়ে ছিল সাধারণ একটি সাদা টি-শার্ট।
এর আগেও কয়েকবার ভারতে এসেছিলেন হলিউডের এই জনপ্রিয় অভিনেতা। সেসময় বেনারসের গঙ্গার ঘাটে যান এবং একজন আধ্যাত্মিক গুরুর সঙ্গে সাক্ষাৎ করেন। তবে এখন হঠাৎ করেই ভারতে আবার আসার কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি।
গত ২৮ মার্চ অস্কারের মঞ্চে আমেরিকান কমেডিয়ান ক্রিস রককে চড় মেরে আলোচনায় আসে হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ।
যদিও এর পরপরই ক্রিসের কাছে ক্ষমা চেয়ে টুইট করে এ অভিনেতা। তবুও অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চে অগ্রহণযোগ্য ও অহিতকর আচরণের জন্য পরবর্তী ১০ বছর অস্কারের আসর ও একাডেমির অন্যান্য আয়োজনে অংশ নিতে পারবেন না অস্কারজয়ী এ অভিনেতা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন