সিলেটে লকডাউন এর ১০ম দিনে ৩০টি যানবাহনে ও মামলা ৯১টি আটক

সিলেটে লকডাউন এর ১০ম দিনে ৩০টি যানবাহনে ও মামলা ৯১টি আটক

করোনাভাইরাস এর ব্যাপক ও ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত লকডাউন এর কঠোর বিধি নিষেধ মহানগরবাসী কর্তৃক পালনে, স্বাস্থ্যবিধি মেনে চলায় এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে দিবা রাত্র ৪৬টি চেকপোস্ট এবং সকল থানা- ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকাধীন দিবারাত্র ৯৭টি টহল ডিউটিসহ নিরলসভাবে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটি করে করছে।

এরই ধারাবাহিকতায় লকডাউনের ১০ম দিনে লকডাউন বিধি নিষেধ অমান্য করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে সিএনজি ০৭টি, মোটরসাইকেল ১০টি ও অন্যান্য ১৩টি সহ সর্বমোট ৩০টি মামলা এবং সিএনজি ০৭টি, মোটরসাইকেল ১০টি, ব্যাটারি রিক্সা ৫৭, অন্যান্য ১৭টি সহ মোট ৯১টি যানবাহন আটক করা হয়। এছাড়াও পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ০৫ টি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থানে সর্বমোট ৭৬,৭০০/- টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়।

সূত্রঃ পাবলিক রিলেশনস এন্ড মিডিয়া, সিলেট মেট্রোপলিটন পুলিশ 

মন্তব্যসমূহ (০)


Lost Password