আফ্রিকা, নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠে বন-জঙ্গল ও মরুভূমির আশ্রয়ের এক আদিম জনগোষ্ঠীর দৃশ্যপট। কিন্তু জানেন কি,বিশ্বের মুসলিম জনসংখ্যার তিন ভাগের এক ভাগেরই বাস এই মহাদেশে।আরবের বাইরে আফ্রিকাই প্রথম মহাদেশ যেখানে ৭ম শতাব্দীর গোড়ার দিকে ইসলামি ছড়িয়ে পড়ে। আফ্রিকার প্রায় ৪৪ শতাংশ মানুষ মুসলিম, তাদের অধিকাংশই সুন্নি।
বিপুল এই জনগোষ্ঠীর জন্য আফ্রিকার বিভিন্ন দেশে রয়েছে ঐতিহ্যবাহী এবং বিখ্যাত অনেক মসজিদ। আফ্রিকার বিখ্যাত ও ঐতিহ্যবাহী মসজিদ গুলোর মধ্যে অন্যতম হলো ঘানার 'লারবাঙ্গা মসজিদ'।
এই মসজিদকে পশ্চিম আফ্রিকায় 'মক্কা' নামে ডাকা হয়।স্থানীয়দের বিশ্বাস ফেরেশতাদের সহযোগিতায় এক রাতের মধ্যেই নির্মিত হয় এই মসজিদটি।ঘানার প্রাচীনতম এবং পশ্চিম আফ্রিকার অন্যতম প্রাচীন এই মসজিদটি মালির জিনে শহরের 'গ্রেট মস্ক' এর মতোই সম্পূর্ণ মাটি দ্বারা নির্মিত।১৪২১ সালে প্রতিষ্ঠার পর থেকে এই মসজিদটি অসংখ্যবার সংস্কার করা হয়েছে।ঘানার উত্তরে পশ্চিম গঞ্জা জেলার লারবাঙ্গা গ্রামে এই মসজিদটিতে একটি প্রাচীন কুরআন সংরক্ষিত আছে,যেটি সম্পর্কে স্থানীয় লোক কথায় বলা হয়,১৬৫০ সালে মসজিদটির তৎকালীন ইমাম ইদান বারিমাহ ব্রামাহকে তা আসমান থেকে উপহার দেওয়া হয়েছে।
"পশ্চিম আফ্রিকার মক্কা" নামে খ্যাত সুদানী-সাহেলি ধারায় নির্মিত এই মসজিদটি জেয়ারতের জন্য পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের মুসলমানরা এখানে আসে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন